৭১ (ei aboron khoy hobe go)

এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে,

এ দেহ মন ভূমানন্দময় হবে।

      চোখে আমার মায়ার ছায়া টুটবে গো,

      বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো,

             এ জীবনে তোমারি নাথ, জয় হবে।

রক্ত আমার বিশ্বতালে নাচবে যে,

হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে।

      কাঁপবে তোমার আলো-বীণার তারে সে,

      দুলবে তোমার তারা-মণির হারে সে,

           বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.