৫৯ (klanti amar khoma koro probhu)

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,

পথে যদি পিছিয়ে পড়ি কভু।

      এই-যে হিয়া থরথর

      কাঁপে আজি এমনতরো

      এই বেদনা ক্ষমা করো

            ক্ষমা করো প্রভু।

এই দীনতা ক্ষমা করো প্রভু,

পিছন-পানে তাকাই যদি কভু।

      দিনের তাপে রৌদ্রজ্বালায়

      শুকায় মালা পূজার থালায়,

      সেই ম্লানতা ক্ষমা করো

           ক্ষমা করো প্রভু।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.