৫৮ (premer prane soibe kemon)

প্রেমের প্রাণে সইবে কেমন করে--

       তোমার যেজন সে যদি গো

           দ্বারে দ্বারে ঘোরে।

কাঁদিয়ে তারে ফিরিয়ে আন,

কিছুতেই তো হার না মান,

তার বেদনায় তোমার অশ্রু

           রইল যে গো ভরে।

সামান্য নয় তব প্রেমের দান--

       বড়ো কঠিন ব্যথা এ যে,

           বড়ো কঠিন টান।

মরণ-স্নানে ডুবিয়ে শেষে

সাজাও তবে মিলনবেশে,

সকল বাধা ঘুচিয়ে ফেলে

           বাঁধ বাহুর ডোরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.