৩৮ (shesh nahi je)

          শেষ নাহি যে

                    শেষ কথা কে বলবে।

আঘাত হয়ে দেখা দিল,

                    আগুন হয়ে জ্বলবে।

          সাঙ্গ হলে মেঘের পালা

          শুরু হবে বৃষ্টি ঢালা,

          বরফ জমা সারা হলে

                     নদী হয়ে গলবে।

          ফুরায় যা, তা

                     ফুরায় শুধু চোখে--

অন্ধকারের পেরিয়ে দুয়ার

                     যায় চলে আলোকে।

          পুরাতনের হৃদয় টুটে

          আপনি নূতন উঠবে ফুটে,

          জীবনে ফুল ফোটা হলে

                      মরণে ফল ফলবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.