৫২ (sohoj sohoj hobi)

সহজ হবি    সহজ হবি

      ওরে মন,    সহজ হবি।

কাছের জিনিস দূরে রাখে

      তার থেকে তুই দূরে র'বি।

কেন রে তোর দু হাত পাতা।

দান তো না চাই, চাই যে দাতা--

সহজে তুই দিবি যখন

      সহজে তুই সকল লবি।

সহজ হবি    সহজ হবি

     ওরে মন,    সহজ হবি--

আপন বচন-রচন হতে

     বাহির হয়ে আয় রে কবি।

সকল কথার   বাহিরেতে

ভুবন আছে হৃদয় পেতে,

নীরব ফুলের নয়ন-পানে

     চেয়ে আছে প্রভাতরবি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.