৪৫ (tomar ei madhuri chhapiye akash)

তোমার          এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,

আমার            প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?

                   এই যে আলো সূর্যে গ্রহে তারায়

                   ঝরে পড়ে শত লক্ষ ধারায়

                          পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে।

তোমার          ফুলে যে রঙ ঘুমের মতো লাগল

আমার            মনে লেগে তবে সে যে জাগল।

                   যে প্রেম কাঁপায় বিশ্ববীণায় পুলকে

                   সংগীতে সে উঠবে ভেসে পলকে

                             যেদিন আমার সকল হৃদয় হরবে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.