২৪ (tomar khola haoya lagiye pale)

          তোমার       খোলা হাওয়া লাগিয়ে পালে

                   টুকরো ক'রে কাছি

                   ডুবতে রাজি আছি

           আমি    ডুবতে রাজি আছি।

          সকাল আমার গেল মিছে,

          বিকেল যে যায় তারি পিছে;

             রেখো না আর, বেঁধো না আর

                   কূলের কাছাকাছি।

মাঝির লাগি আছি জাগি

      সকল রাত্রিবেলা,

ঢেউগুলো যে আমায় নিয়ে

      করে কেবল খেলা।

ঝড়কে আমি করব মিতে,

ডরব না তার ভ্রূকুটিতে;

    দাও ছেড়ে দাও ওগো, আমি

          তুফান পেলে বাঁচি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.