৪৫ (aloy alokmoy kore he)

আলোয় আলোকময় ক'রে হে

       এলে আলোর আলো।

আমার নয়ন হতে আঁধার

       মিলালো মিলালো।

             সকল আকাশ সকল ধরা

             আনন্দে হাসিতে ভরা,

             যে দিক-পানে নয়ন মেলি

                    ভালো সবই ভালো।

 

তোমার আলো গাছের পাতায়

       নাচিয়ে তোলে প্রাণ।

তোমার আলো পাখির বাসায়

       জাগিয়ে তোলে গান।

               তোমার আলো ভালোবেসে

               পড়েছে মোর গায়ে এসে,

              হৃদয়ে মোর নির্মল হাত

                    বুলালো বুলালো।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.