১৪৩ (amar namta diye dheke rakhi)

আমার      নামটা দিয়ে ঢেকে রাখি যারে

             মরছে সে এই নামের কারাগারে।

             সকল ভুলে যতই দিবারাতি

             নামটারে ওই আকাশপানে গাঁথি,

             ততই আমার নামের অন্ধকারে

             হারাই আমার সত্য আপনারে।

 

জড়ো করে ধূলির 'পরে ধূলি

নামটারে মোর উচ্চ করে তুলি।

             ছিদ্র পাছে হয় রে কোনোখানে

             চিত্ত মম বিরাম নাহি মানে,

             যতন করি যতই এ মিথ্যারে

             ততই আমি হারাই আপনারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.