১২৪ (bhebechhinu mone ja hobar tari sheshe)

         ভেবেছিনু মনে যা হবার তারি শেষে

         যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে।

              নাই বুঝি পথ, নাই বুঝি আর কাজ,

              পাথেয় যা ছিল ফুরায়েছে বুঝি আজ,

              যেতে হবে সরে নীরব অন্তরালে

                   জীর্ণ জীবনে ছিন্ন মলিন বেশে।

 

       কী নিরখি আজি, এ কী অফুরান লীলা,

       এ কী নবীনতা বহে অন্তঃশীলা।

              পুরাতন ভাষা মরে এল যবে মুখে,

              নবগান হয়ে গুমরি উঠিল বুকে,

              পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা

                  সেথায় আমারে আনিলে নূতন দেশে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.