শিলাইদহ, ২৬ আষাঢ়, ১৩১৭


 

১১৫ (doya kore ichchhe kore)


       দয়া করে ইচ্ছা করে আপনি ছোটো হয়ে

           এসো তুমি এ ক্ষুদ্র আলয়ে।

              তাই তোমার মাধুর্যসুধা

              ঘুচায় আমার আঁখির ক্ষুধা,

           জলে স্থলে দাও যে ধরা

              কত আকার লয়ে।

 

          বন্ধু হয়ে পিতা হয়ে জননী হয়ে

       আপনি তুমি ছোটো হয়ে এসো হৃদয়ে।

              আমিও কি আপন হাতে

              করব ছোটো বিশ্বনাথে।

            জানাব আর জানব তোমায়

              ক্ষুদ্র পরিচয়ে?

 

 

  •  
  •  
  •  
  •  
  •