১০২ (ei mor sadh jeno e jibonmajhe)

       এই মোর সাধ যেন এ জীবনমাঝে

       তব আনন্দ মহাসংগীতে বাজে।

              তোমার আকাশ, উদার আলোকধারা,

              দ্বার ছোটো দেখে ফেরে না যেন গো তারা,

       ছয় ঋতু যেন সহজ নৃত্যে আসে

             অন্তরে মোর নিত্য নূতন সাজে।

 

                 তব আনন্দ আমার অঙ্গে মনে

                 বাধা যেন নাহি পায় কোনো আবরণে।

          তব আনন্দ পরম দুঃখে মম

          জ্বলে উঠে যেন পুণ্য আলোকসম,

          তব আনন্দ দীনতা চূর্ণ করি'

               ফুটে উঠে ফেটে আমার সকল কাজে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.