১৪২ (jabar dine ei kothati)

যাবার দিনে এই কথাটি

             বলে যেন যাই--

যা দেখেছি যা পেয়েছি

             তুলনা তার নাই।

             এই জ্যোতিঃসমুদ্র-মাঝে

             যে শতদল পদ্ম রাজে

             তারি মধু পান করেছি

                           ধন্য আমি তাই--

             যাবার দিনে এই কথাটি

                           জানিয়ে যেন যাই।

 

বিশ্বরূপের খেলাঘরে

           কতই গেলেম খেলে,

অপরূপকে দেখে গেলেম

            দুটি নয়ন মেলে।

             পরশ যাঁরে যায় না করা

              সকল দেহে দিলেন ধরা।

              এইখানে শেষ করেন যদি

                           শেষ করে দিন তাই--

             যাবার বেলা এই কথাটি

                           জানিয়ে যেন যাই।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.