১২ (legechhe omol dhobol pale)

লেগেছে অমল ধবল পালে

              মন্দ মধুর হাওয়া।

দেখি নাই কভু দেখি নাই

              এমন তরণী বাওয়া।

                     কোন্‌ সাগরের পার হতে আনে

                           কোন্‌ সুদূরের ধন!

                           ভেসে যেতে চায় মন,

                     ফেলে যেতে চায় এই কিনারায়

                           সব চাওয়া সব পাওয়া।

 

পিছনে ঝরিছে ঝর ঝর জল,

              গুরু গুরু দেয়া ডাকে--

মুখে এসে পড়ে অরুণকিরণ

              ছিন্ন মেঘের ফাঁকে।

ওগো কাণ্ডারী, কে গো তুমি, কার

                           হাসিকান্নার ধন।

                           ভেবে মরে মোর মন--

কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র,

                           কী মন্ত্র হবে গাওয়া।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.