৬৩ (menechhi har menechhi)

মেনেছি, হার মেনেছি।

ঠেলতে গেছি তোমায় যত

      আমায় তত হেনেছি।

                    আমার চিত্তগগন থেকে

                    তোমায় কেউ যে রাখবে ঢেকে

                    কোনোমতেই সইবে না সে

                           বারেবারেই জেনেছি।

 

অতীত জীবন ছায়ার মতো

       চলছে পিছে পিছে,

কত মায়ার বাঁশির সুরে

       ডাকছে আমায় মিছে।

                    মিল ছুটেছে তাহার সাথে,

                    ধরা দিলেম তোমার হাতে,

                    যা আছে মোর এই জীবনে

                           তোমার দ্বারে এনেছি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.