২৩ (amare tumi oshesh korechho)

আমারে তুমি অশেষ করেছ

       এমনি লীলা তব।

ফুরায়ে ফেলে আবার ভরেছ

       জীবন নব নব।

কত যে গিরি কত যে নদীতীরে

বেড়ালে বহি ছোটো এ বাঁশিটিরে,

কত যে তান বাজালে ফিরে ফিরে

       কাহারে তাহা কব।

 

তোমারি ওই অমৃতপরশে

        আমার হিয়াখানি

হারালো সীমা বিপুল হরষে

        উথলি' উঠে বাণী।

আমার শুধু একটি মুঠি ভরি

দিতেছ দান দিবসবিভাবরী,

হল না সারা কত-না যুগ ধরি,

        কেবলি আমি লব।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.