২৪ চৈত্র, ১৩২০


 

৯০ (amay badhbe jodi kajer dore)


আমায়       বাঁধবে যদি কাজের ডোরে

কেন         পাগল কর এমন ক'রে?

  বাতাস আনে কেন জানি

  কোন্‌ গগনের গোপন বাণী,

            পরানখানি দেয় যে ভ'রে।

            পাগল করে এমন ক'রে।

 

  সোনার আলো কেমনে হে,

  রক্তে নাচে সকল দেহে।

            কারে পাঠাও ক্ষণে ক্ষণে

            আমার খোলা বাতায়নে,

  সকল হৃদয় লয় যে হ'রে।

  পাগল করে এমন ক'রে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •