শান্তিনিকেতন, ১৭ চৈত্র, ১৩২০


 

৮৪ (apnake ei jana amar)


আপনাকে এই জানা আমার

                     ফুরাবে না।

এই জানারি সঙ্গে সঙ্গে

                     তোমায় চেনা।

     কত জনম-মরণেতে

     তোমার ওই চরণেতে

     আপনাকে যে দেব, তবু

                     বাড়বে দেনা।

 

আমারে যে নামতে হবে

                     ঘাটে ঘাটে,

বারে বারে এই ভুবনের

                     প্রাণের হাটে।

     ব্যবসা মোর তোমার সাথে

     চলবে বেড়ে দিনে রাতে,

     আপনা নিয়ে করব যতই

                     বেচা-কেনা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •