৩৫ (bhorer belay kokhon ese)

            ভোরের বেলায় কখন এসে

            পরশ ক'রে গেছ হেসে।

আমার ঘুমের দুয়ার ঠেলে

কে সেই খবর দিল মেলে,

জেগে দেখি আমার আঁখি

            আঁখির জলে গেছে ভেসে।

 

মনে হল আকাশ যেন

            কইল কথা কানে কানে।

মনে হল সকল দেহ

            পূর্ণ হল গানে গানে।

হৃদয় যেন শিশিরনত

ফুটল পূজার ফুলের মতো

জীবননদী কূল ছাপিয়ে

            ছড়িয়ে গেল অসীম দেশে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.