১০২ (ei lobhinu songe tobo)

এই লভিনু সঙ্গ তব,

            সুন্দর, হে সুন্দর।

পুণ্য হল অঙ্গ মম,

            ধন্য হল অন্তর,

            সুন্দর, হে সুন্দর।

আলোকে মোর চক্ষু দুটি

মুগ্ধ হয়ে উঠল ফুটি,

হৃদ্‌গগনে পবন হল

            সৌরভেতে মন্থর,

            সুন্দর, হে সুন্দর।

 

এই তোমারি পরশরাগে

            চিত্ত হল রঞ্জিত,

এই তোমারি মিলন-সুধা

            রইল প্রাণে সঞ্চিত।

তোমার মাঝে এমনি ক'রে

নবীন করি লও যে মোরে,

এই জনমে ঘটালে মোর

            জন্ম-জন্মান্তর,

            সুন্দর, হে সুন্দর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.