৭৬ (haowa lage ganer pale)

হাওয়া লাগে গানের পালে,

মাঝি আমার বসো হালে।

       এবার ছাড়া পেলে বাঁচে,

       জীবনতরী ঢেউয়ে নাচে

            এই বাতাসের তালে তালে।

            মাঝি, এবার বসো হালে।

 

দিন গিয়েছে এলো রাতি,

নাই কেহ মোর ঘাটের সাথি।

      কাটো বাঁধন দাও গো ছাড়ি,

      তারার আলোয় দেব পাড়ি,

            সুর জেগেছে যাবার কালে।

            মাঝি, এবার বসো হালে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.