৫৩ (jibon srote dheuyer pore)
জীবন-স্রোতে ঢেউয়ের 'পরে
কোন্-আলো ওই বেড়ায় দুলে?
ক্ষণে ক্ষণে দেখি যে তাই
বসে বসে বিজন কূলে।
ভাসে তবু যায় না ভেসে,
হাসে আমার কাছে এসে,
দু-হাত বাড়াই ঝাঁপ দিতে চাই
মনে করি আনব তুলে।
শান্ত হ রে শান্ত হ মন,
ধরতে গেলে দেয় না ধরা--
নয় সে মণি নয় সে মানিক
নয় সে কুসুম ঝরে-পড়া।
দূরে কাছে আগে পাছে,
মিলিয়ে আছে ছেয়ে আছে,
জীবন হতে ছানিয়ে তারে
তুলতে গেলে মরবি ভুলে।