৫৪ (kotodin je tumi amay)
কতদিন যে তুমি আমায়
ডেকেছ নাম ধরে--
কত জাগরণের বেলায়
কত ঘুমের ঘোরে।
পুলকে প্রাণ ছেয়ে সেদিন
উঠেছি গান গেয়ে,
দুটি আঁখি বেয়ে আমার
পড়েছে জল ঝরে।
দূর যে সেদিন আপন হতে
এসেছে মোর কাছে।
খুঁজি যারে, সেদিন এসে
সেই আমারে যাচে।
পাশ দিয়ে যাই চলে, যারে
যাই নে কথা ব'লে
সেদিন তারে হঠাৎ যেন
দেখেছি চোখ ভ'রে।