৭৩ (oder kothay dhada lage)

ওদের কথায় ধাঁদা লাগে

            তোমার কথা আমি বুঝি।

তোমার আকাশ তোমার বাতাস

            এই তো সবি সোজাসুজি।

  হৃদয়-কুসুম আপনি ফোটে,

  জীবন আমার ভরে ওঠে,

  দুয়ার খুলে চেয়ে দেখি

            হাতের কাছে সকল পুঁজি।

 

সকাল-সাঁঝে সুর যে বাজে

            ভুবনজোড়া তোমার নাটে,

আলের জোয়ার বেয়ে তোমার

            তরী আসে আমার ঘাটে।

  শুনব কী আর বুঝব কী বা,

  এই তো দেখি রাত্রিদিবা

  ঘরেই তোমার আনাগোনা,

            পথে কী আর তোমায় খুঁজি?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

No Videos to show

Please Login first to submit a rendition. Click here for help.