৯৫ (sedine apod amar kete jabe)

সেদিনে   আপদ আমার যাবে কেটে

                     পুলকে    হৃদয় যেদিন পড়বে ফেটে।

তখন     তোমার গন্ধ তোমার মধু

                     আপনি বাহির হবে বঁধু হে,

তারে     আমার ব'লে ছলে বলে

            কে বলো আর রাখবে এঁটে।

 

আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে

                             রাত্রিদিবা।

আমি কি  জানি নে তার অর্থ কী বা?

    তারা যে     জানে আমার চিত্তকোষে

                 অমৃতরূপ আছে বসে গো,

     তারেই    প্রকাশ করি, আপনি মরি,

                 তবে আমার দুঃখ মেটে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.