৫৬ (sobhay tomar thaki sobar shashone)

            সভায় তোমার থাকি সবার শাসনে।

আমার    কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।

                     তাকায় সকল লোকে

          তখন     দেখতে না পাই চোখে

কোথায়    অভয় হাসি হাসো আপন আসনে।

 

            কবে আমার এ লজ্জাভয় খসাবে,

তোমার   একলা ঘরের নিরালাতে বসাবে।

                     যা শোনাবার আছে

            গাব     ওই চরণের কাছে,

দ্বারের     আড়াল হতে শোনে বা কেউ না শোনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.