৩০ (sundor bote tobo ongodkhni)

সুন্দর বটে তব অঙ্গদখানি

            তারায় তারায় খচিত,

স্বর্ণে রত্নে শোভন লোভন জানি

            বর্ণে বর্ণে রচিত।

খড়্‌গ তোমার আরো মনোহর লাগে

            বাঁকা বিদ্যুতে আঁকা সে,

গরুড়ের পাখা রক্তরবির রাগে

            যেন গো অস্ত-আকাশে।

জীবন-শেষের শেষ জাগরণসম

            ঝলসিছে মহাবেদনা-

নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মম

            তীব্র ভীষণ চেতনা।

সুন্দর বটে তব অঙ্গদখানি

            তারায় তারায় খচিত-

খড়্‌গ তোমার,হে দেব ব্রজপাণি,

চরম শোভায় রচিত।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.