৩২ (tomari nam bolbo nana chhole)

তোমারি নাম বলব নানা ছলে।

     বলব একা বসে, আপন

            মনের ছায়াতলে।

বলব বিনা ভাষায়,

বলব বিনা আশায়,

     বলব মুখের হাসি দিয়ে,

            বলব চোখের জলে।

 

বিনা-প্রয়োজনের ডাকে

     ডাকব তোমার নাম,

সেই ডাকে মোর শুধু শুধুই

     পুরবে মনস্কাম।

শিশু যেমন মাকে

নামের নেশায় ডাকে,

            বলতে পারে এই সুখেতেই

                  মায়ের নাম সে বলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.