সংযোজন (songjojon prochchhonno poshu)

সংগ্রামমদিরাপানে আপনা-বিস্মৃত

দিকে দিকে হত্যা যারা প্রসারিত করে

মরণলোকের তারা যন্ত্রমাত্র শুধু,

তারা তো দয়ার পাত্র মনুষ্যত্বহারা!

সজ্ঞানে নিষ্ঠুর যারা উন্মত্ত হিংসায়

মানবের মর্মতন্তু ছিন্ন ছিন্ন করে

তারাও মানুষ বলে গণ্য হয়ে আছে!

কোনো নাম নাহি জানি বহন যা করে

ঘৃণা ও আতঙ্কে মেশা প্রবল ধিক্কার--

হায় রে নির্লজ্জ ভাষা! হায় রে মানুষ!

ইতিহাসবিধাতারে ডেকে ডেকে বলি--

প্রচ্ছন্ন পশুর শান্তি আর কত দূরে

নির্বাপিত চিতাগ্নিতে স্তব্ধ ভগ্নস্তূপে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.