পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয় (pashan hridaye keno)

পাষাণ-হৃদয়ে কেন সঁপিনু হৃদয়?

মর্মভেদী যন্ত্রণায়, ফিরেও যে নাহি  চায়

          বুক ফেটে গেলেও যে কথা নাহি কয়

প্রাণ দিয়ে সাধিলেও, পায়ে ধরে কাঁদিলেও

          এক তিল এক বিন্দু দয়া নাহি হয়

হেরিলে গো অশ্রুরাশি, বরষে ঘৃণার হাসি,

          বিরক্তির তিরস্কার তীব্র বিষময়।

এত যদি ছিল মনে, তবে বলো কী কারণে

          একদিন তুলেছিল স্বর্গের আলয়

একদিন স্নেহভরে, মাথা রাখি কোল -'পরে

          কেন নিয়েছিল হরে পরাণ-হৃদয়

ভগ্নবুকে কেন আর, বজ্র হানে বার বার

          মনখানা নিয়ে যেন করে ছেলেখেলা --

গিয়াছে যা ভেঙেচুরে, আর কেন তার পরে

          মিছামিছি বিঁধে আহা বাণ বিষময়!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.