আরম্ভ ও শেষ (arombho o shesh)

শেষ কহে, একদিন সব শেষ হবে,

হে আরম্ভ, বৃথা তব অহংকার তবে।

আরম্ভ কহিল ভাই, যেথা শেষ হয়

সেইখানে পুনরায় আরম্ভ-উদয়।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.