আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বন-শাখার 'পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে, বাদলভরা আলসভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা-জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত।
১৮১ কাজ সে তো মানুষের, এই কথা ঠিক। কাজের মানুষ, কিন্তু ধিক্ তারে ধিক্॥ অবকাশ কর্ম্মে খেলে আপনারি সঙ্গে, সিন্ধুর স্তব্ধতা খেলে সিন্ধুর তরঙ্গে॥ প্রাণেরে মৃত্যুর ছাপ মূল্য করে দান, প্রাণ দিয়া লভি তাই যাহা মূল্যবান॥ রস যেথা নাই সেথা যত কিছু খোঁচা, মরুভূমে জন্মে শুধু কাঁটাগাছ বোঁচা॥ দর্পণে যাহারে দেখি সেই আমি ছায়া, তারে লয়ে গর্ব্ব করি অপূর্ব্ব এ মায়া॥ আপনি আপনা চেয়ে বড়ো যদি হবে নিজেকে নিজের কাছে নত করো তবে॥ প্রেমেরে যে করিয়াছে ব্যবসার অঙ্গ প্রেম দূরে বসে বসে দেখে তার রঙ্গ॥ দুঃখেরে যখন প্রেম করে শিরোমণি তাহারে আনন্দ বলে চিনি তো তখনি॥ অমৃত যে সত্য, তা'র নাহি পরিমাণ, মৃত্যু তারে নিত্য নিত্য করিছে প্রমাণ॥