শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিত সুহৃত্তমের প্রতি ক্ষণিকারে দেখেছিলে ক্ষণিক বেশে কাঁচা খাতায়, সাজিয়ে তারে এনে দিলেম ছাপা বইয়ের বাঁধা পাতায়। আশা করি নিদেন-পক্ষে ছ'টা মাস কি এক বছরই হবে তোমার বিজন-বাসে সিগারেটের সহচরী। কতকটা তার ধোঁয়ার সঙ্গে স্বপ্নলোকে উড়ে যাবে-- কতকটা কি অগ্নিকণায় ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে? কতকটা বা ছাইয়ের সঙ্গে আপনি খসে পড়বে ধুলোয়, তার পরে সে ঝেঁটিয়ে নিয়ে বিদায় কোরো ভাঙা কুলোয়। শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
এই আমি একমনে সঁপিলাম তাঁরে-- তোমরা তাঁহারি ধন আলোকে আঁধারে। যখনি আমারি ব'লে ভাবি তোমাদের মিথ্যা দিয়ে জাল বুনি ভাবনা-ফাঁদের। সারথি চালান যিনি জীবনের রথ তিনিই জানেন শুধু কার কোথা পথ। আমি ভাবি আমি বুঝি পথের প্রহরী, পথ দেখাইতে গিয়ে পথ রোধ করি। আমার প্রদীপখানি অতি ক্ষীণকায়া,-- যতটুকু আলো দেয় তার বেশি ছায়া। এ প্রদীপ আজ আমি ভেঙে দিনু ফেলে, তাঁর আলো তোমাদের নিক বাহু মেলে। সুখী হও দুঃখী হও তাহে চিন্তা নাই; তোমরা তাঁহারি হও, আশীর্বাদ তাই।