আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা। কত জনম-মরণেতে তোমার ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা। আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা-কেনা।
দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে-- সে কেবল পতি সয়; একটু করলে 'উহুঁ' যদি এক রতি সয়!