নূতন চাল (nutal chal)

এক দিন গরজিয়া কহিল মহিষ,

ঘোড়ার মতন মোর থাকিবে সহিস।

একেবারে ছাড়িয়াছি মহিষি-চলন,

দুই বেলা চাই মোর দলন-মলন।

এই ভাবে প্রতিদিন, রজনী পোহালে,

বিপরীত দাপাদাপি করে সে গোহালে।

প্রভু কহে,চাই বটে! ভালো, তাই হোক!

পশ্চাতে রাখিল তার দশ জন লোক।

দুটো দিন না যাইতে কেঁদে কয় মোষ,

আর কাজ নেই প্রভু, হয়েছে সন্তোষ।

সহিসের হাত হতে দাও অব্যাহতি,

দলন-মলনটার বাড়াবাড়ি অতি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.