IN ONE salutation to thee, my God, let all my senses spread out and touch this world at thy feet. Like a rain-cloud of July hung low with its burden of unshed showers let all my mind bend down at thy door in one salutation to thee. Let all my songs gather together their diverse strains into a single current and flow to a sea of silence in one salutation to thee. Like a flock of homesick cranes flying night and day back to their mountain nests let all my life take its voyage to its eternal home in one salutation to thee.
III. 60. cal hamsa wa des jahan O MY HEART! let us go to that country where dwells the Beloved, the ravisher of my heart! There Love is filling her pitcher from the well, yet she has no rope wherewith to draw water; There the clouds do not cover the sky, yet the rain falls down in gentle showers: O bodiless one! do not sit on your doorstep; go forth and bathe yourself in that rain! There it is ever moonlight and never dark; and who speaks of one sun only? that land is illuminate with the rays of a million suns.
সকলের শেষ ভাই সাত ভাই চম্পার পথ চেয়ে বসেছিল দৈবানুকম্পার। মনে মনে বিধি-সনে করেছিল মন্ত্রণ, যেন ভাইদ্বিতীয়ার পায় সে নিমন্ত্রণ। যদি জোটে দরদি ছোটো-দি বা বড়ো-দি অথবা মধুরা কেউ নাতনির র৻াঙ্কে, উঠিবে আনন্দিয়া, দেহ প্রাণ মন দিয়া ভাগ্যেরে বন্দিবে সাধুবাদে থ্যাঙ্কে। এল তিথি দ্বিতীয়া, ভাই গেল জিতিয়া ধরিল পারুল দিদি হাতা বেড়ি খুন্তি। নিরামিষে আমিষে রেঁধে গেল ঘামি সে, ঝুড়ি ভ'রে জমা হল ভোজ্য অগুন্তি। বড়ো থালা কাংসের মৎস্য ও মাংসের কানায় কানায় বোঝা হয়ে গেল পূর্ণ। সুঘ্রাণ পোলায়ে প্রাণ দিল দোলায়ে, লোভের প্রবল স্রোতে লেগে গেল ঘুর্ণো। জমে গেল জনতা, মহা তার ঘনতা ভাই-ভাগ্যের সবে হতে চায় অংশী। নিদারুণ সংশয় মনটারে দংশয়-- বহুভাগে দেয় পাছে মোর ভাগ ধ্বংসি। চোখ রেখে ঘণ্টে অতি মিঠে কণ্ঠে কেহ বলে, "দিদি মোর!" কেহ বলে, "বোন গো, দেশেতে না থাক্ যশ, কলমে না থাক্ রস, রসনা তো রস বোঝে, করিয়ো স্মরণ গো।" দিদিটির হাস্য করিল যা ভাষ্য পক্ষপাতের তাহে দেখা দিল লক্ষণ। ভয় হল মিথ্যে, আশা হল চিত্তে, নির্ভাবনায় ব'সে করিলাম ভক্ষণ। লিখেছিনু কবিতা সুরে তালে শোভিতা-- এই দেশ সেরা দেশ বাঁচতে ও মরতে। ভেবেছিনু তখুনি, একি মিছে বকুনি। আজ তার মর্মটা পেরেছি যে ধরতে। যদি জন্মান্তরে এ দেশেই টান ধরে ভাইরূপে আর বার আনে যেন দৈব-- হাঁড়ি হাঁড়ি রন্ধন, ঘষাঘষি চন্দন, ভগ্নী হবার দায় নৈবচ নৈব। আসি যদি ভাই হয়ে যা রয়েছি তাই হয়ে সোরগোল পড়ে যাবে হুলু আর শঙ্খে-- জুটে যাবে বুড়িরা পিসি মাসি খুড়িরা, ধুতি আর সন্দেশ দেবে লোকজনকে। বোনটার ধ'রে চুল টেনে তার দেব দুল, খেলার পুতুল তার পায়ে দেব দলিয়া। শোক তার কে থামায়, চুমো দেবে মা আমায়, রাক্ষুসি বলে তার কান দেবে মলিয়া। বড়ো হলে নেব তার পদখানি দেবতার, দাদা নাম বলতেই আঁখি হবে সিক্ত। ভাইটি অমূল্য, নাই তার তুল্য, সংসারে বোনটি নেহাত অতিরিক্ত।