যাহা-কিছু ছিল সব দিনু শেষ করে ডালাখানি ভরে-- কাল কী আনিয়া দিব যুগল চরণে তাই ভাবি মনে। বসন্তে সকল ফুল নিঃশেষে ফুটায়ে নিয়ে তরু তার পরে এক দিনে দীনহীন, শূন্যে দেবতার পানে চাহে রিক্তকরে। আজি দিন শেষ হলে যদি মোর গান হয় অবসান, কাল প্রাতে এ গানের স্মৃতিসুখলেশ রবে না কি শেষ। শূন্য থালে মৌনকণ্ঠে নতমুখে আসি যদি তোমার সম্মুখে, তখন কি অগৌরবে চাহিবে না একবার ভকতের মুখে। দিই নি কি প্রাণপূর্ণ হৃদিপদ্মখানি পাদপদ্মে আনি? দিই নি কি কোনো ফুল অমর করিয়া অশ্রুতে ভরিয়া। এত গান গাহিয়াছি, তার মাঝে নাহি কি গো হেন কোনো গান আমি চলে গেলে তবু বহিবে যে চিরদিন অনন্ত পরান। সেই কথা মনে করে দিবে না কি নব বরমাল্য তব-- ফেলিবে না আঁখি হতে একবিন্দু জল করুণাকোমল, আমার বসন্তশেষে রিক্তপুষ্প দীনবেশে নীরবে যেদিন ছলছল-আঁখিজলে দাঁড়াইব সভাতলে উপহারহীন।
আজি শরততপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগবিহগী কী যে গায়। আজি মধুর বাতাসে হৃদয় উদাসে রহে না আবাসে মন হায়। কোন্ কুসুমের আশে, কোন্ ফুলবাসে সুনীল আকাশে মন ধায়॥ আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো। তাই চারি দিকে চায় মন কেঁদে গায়-- "এ নহে, এ নহে, নয় গো।" কোন্ স্বপনের দেশে আছে এলোকেশে, কোন্ ছায়াময়ী অমরায়। আজি কোন্ উপবনে বিরহবেদনে আমারি কারণে কেঁদে যায়॥ আমি যদি গাঁথি গান অথির পরান সে গান শুনাব কারে আর। আমি যদি গাঁথি মালা লয়ে ফুলডালা কাহারে পরাব ফুলহার। আমি আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায়। সদা ভয় হয় মনে পাছে অযতনে মনে মনে কেহ ব্যথা পায়॥
II. 111. Narad, pyar so antar nahi OH NARAD! I know that my Lover cannot be far: When my Lover wakes, I wake: when He sleeps, I sleep. He is destroyed at the root who gives pain to my Beloved. Where they sing His praise, there I live; When He moves, I walk before Him: my heart yearns for my Beloved. The infinite pilgrimage lies at His feet, a million devotees are seated there. Kabir says: 'The Lover Himself reveals the glory of true love.'