উচ্চের প্রয়োজন (uchchher proyojon)


কহিল মনের খেদে মাঠ সমতল,

হাট ভ'রে দিই আমি কত শষ্য ফল।

পর্বত দাঁড়ায়ে রন কী জানি কী কাজ,

পাষাণের সিংহাসনে তিনি মহারাজ।

বিধাতার অবিচার, কেন উঁচুনিচু

সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু।

গিরি কহে, সব হলে সমভূমি-পারা

নামিত কি ঝরনার সুমঙ্গলধারা?

 

 

  •  
  •  
  •  
  •  
  •