৫৬ (amar pachokbor godadhor mishro)

       আমার পাচকবর গদাধর মিশ্র,

       তারি ঘরে দেখি মোর কুন্তলবৃষ্য।

            কহিনু তাহারে ডেকে,--

            "এ শিশিটা এনেছে কে,

       শোভন করিতে চাও হেঁশেলের দৃশ্য?'

 

            সে কহিল, "বরিষার

            এই ঋতু; সরিষার

            কহে, "কাঠমুণ্ডার

            নেপালের গুণ্ডার

    এই তেলে কেটে যায় জঠরের গ্রীষ্ম।

লোকমুখে শুনেছি তো, রাজা-গোলকুণ্ডার

    এই সাত্ত্বিক তেলে পূজার হবিষ্য।

         আমি আর তাঁরা সবে চরকের শিষ্য।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.