© Kriya Unlimited, 2010 - 2023
একটা খোঁড়া ঘোড়ার 'পরে
চড়েছিল চাটুর্জে,পড়ে গিয়ে কী দশা তার
হয়েছিল হাঁটুর যে!
বলে কেঁদে, "ব্রাহ্মণেরে
বইতে ঘোড়া পারল না যে
সইত তাও, মরি আমি
তার থেকে এই অধিক লাজে--
লোকের মুখের ঠাট্টা যত
বইতে হবে টাটুর যে!'