93
Verses
মাধবী যায় যবে চলিয়া
বাতাসে শেষ কথা বলিয়া,
কেহ না পারে তারে ধরিতে।
দাহন দানবের আকারে
যখন হানে বনশাখারে
দাগিয়া পীতরেখা হরিতে,
নিঠুর তপনের তাপনে
যখন পবনের কাঁপনে
বকুল ঝরি পড়ে ত্বরিতে,
তখন বলো কোন্ সাহসে
কে ভোলে আকাশের দাহ সে,
কে ছোটে বাঁচিতে কি মরিতে?
কে চলে বাধাহীন চরণে
নবীন রসে রূপে বরনে
তাপিত ভুবনেরে বরিতে?
মুকুল সুকুমার সে যে গো,
মাধুরীরসে দেহ মেজে গো
বনের কোল আসে ভরিতে।
আরো দেখুন