১০৪ (hajaribager hate hajarta hai)

হাজারিবাগের ঝোপে হাজারটা হাই

     তুলেছিল হাজারটা বাঘে,

ময়মন্‌সিংহের মাসতুত ভাই

     গর্জি উঠিল তাই রাগে।

খেঁকশেয়ালের দল শেয়ালদহর

হাঁচি শুনে হেসে মরে অষ্টপ্রহর,

হাতিবাগানের হাতি ছাড়িয়া শহর

     ভাগলপুরের দিকে ভাগে--

গিরিডির গিরগিটি মস্ত-বহর

     পথ দেখাইয়া চলে আগে।

মহিশূরে মহিষটা খায় অড়হর--

     খামকাই তেড়ে গিয়ে লাগে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.