৯৬ (jhinedar gyadnar)
ঝিনেদার জ্ঞানদার
ছেলেটার জন্যে
ত্রিচিনাপল্লী গিয়ে
খুঁজে পেল কন্যে।
শহরেতে সব-সেরা
ছিল যেই বিবেচক
দেখে দেখে বললে সে,--
'কিবে নাক, কিবে চোখ;
চুলের ডগার খুঁত
বুঝবে না অন্যে।'
কন্যেকর্তা শুনে
ঘটকের কানে কয়,--
'ওটুকু ত্রুটির তরে
করিস্নে কোনো ভয়;
ক'খানা মেয়েকে বেছে
আরো তিনজন নে,
তাতেও না ভরে যদি
ভরি কয় পণ নে।'