© Kriya Unlimited, 2010 - 2023
কন্কনে শীত তাই
চাই তার দস্তানা;
বাজার ঘুরিয়ে দেখে,
জিনিসটা সস্তা না।
কম দামে কিনে মোজা
বাড়ি ফিরে গেল সোজা--
কিছুতে ঢোকে না হাতে,
তাই শেষে পস্তানা।