মুচকে হাসে অতুল খুড়ো,
কানে কলম গোঁজা।
চোখ টিপে সে বললে হঠাৎ,
'পরতে হবে মোজা।'
হাসল ভজা, হাসল নবাই--
'ভারি মজা' ভাবল সবাই--
ঘরসুদ্ধ উঠল হেসে,
কারণ যায় না বোঝা।