৬২ (nanilal babu jabe lonka)

         ননীলাল বাবু যাবে লঙ্কা;

         শ্যালা শুনে এল, তার

                    ডাক-নাম টঙ্কা।

 

বলে, 'হেন উপদেশ তোমারে দিয়েছে সে কে,

আজও আছে রাক্ষস, হঠাৎ চেহারা দেখে

  রামের সেবক ব'লে করে যদি শঙ্কা।

 

আকৃতি প্রকৃতি তব হতে পারে জম্‌কালো,

দিদি যা বলুন, মুখ নয় কভু কম কালো --

     খামকা তাদের ভয় লাগিবে আচমকা।

            হয়তো বাজাবে রণডঙ্কা।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.