৭৬ (parate esechhe ek nari tepa)


পাড়াতে এসেছে এক

     নাড়িটেপা ডাক্তার,

দূর থেকে দেখা যায়

     অতি উঁচু নাক তার।

নাম লেখে ওষুধের,

এ দেশের পশুদের

সাধ্য কী পড়ে তাহা

     এই বড়ো জাঁক তার।

যেথা যায় বাড়ি বাড়ি

দেখে যে ছেড়েছে নাড়ী,

পাওনাটা আদায়ের

     মেলে না যে ফাঁক তার।

গেছে নির্বাকপুরে

     ভক্তের ঝাঁক তার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •