৩ (pathshale hai tole)

পাঠশালে হাই তোলে

  মতিলাল নন্দী;

বলে, 'পাঠ এগোয় না

  যত কেন মন দি।'

শেষকালে একদিন

  গেল চড়ি টঙ্গায়,

পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে

  ভাসালো মা-গঙ্গায়,

সমাস এগিয়ে গেল,

     ভেসে গেল সন্ধি--

পাঠ এগোবার তরে

     এই তার ফন্দি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.