© Kriya Unlimited, 2010 - 2023
রসগোল্লার লোভে
পাঁচকড়ি মিত্তির
দিল ঠোঙা শেষ করে
বড়ো ভাই পৃথ্বির।
সইল না কিছুতেই
যকৃতের নিচুতেই
যন্ত্র বিগড়ে গিয়ে
ব্যামো হল পিত্তির।
ঠোঙাটাকে বলে, "পাজি
ময়রার কারসাজি।'
দাদার উপরে রাগে--
দাদা বলে, "চিত্তির!
পেটে যে স্মরণসভা
আপনারি কীর্তির।'