২৯ (shunbo hatir hachi)

'শুনব হাতির হাঁচি'

       এই ব'লে কেষ্টা

নেপালের বনে বনে

       ফেরে সারা দেশটা।

শুঁড়ে সুড়্‌সুড়ি দিতে

       নিয়ে গেল কঞ্চি,

সাত জালা নস্যি ও

       রেখেছিল সঞ্চি,

জল কাদা ভেঙে ভেঙে

       করেছিল চেষ্টা--

হেঁচে দু-হাজার হাঁচি

       মরে গেল শেষটা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.